ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা সরকার অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দিয়েছে ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:০৬, ১৮ জানুয়ারি ২০২০

  শেখ হাসিনা সরকার  অবাধ তথ্য  প্রবাহের সুযোগ  করে দিয়েছে ॥  পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৭ জানুয়ারি ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। শেখ হাসিনা সরকার অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগ সব সময়ই সরকারের কর্মকা-ের গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানায়। তবে সরকারের সমালোচনা করার পাশাপাশি যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে জনগণ তাদের বিষয়েও জানতে চায়। তাই সাংবাদিকদের সেসব বিষয়েও সংবাদ প্রকাশ করে নৈরাজ্যকারীদের মুখোশ উন্মোচন করা উচিত। পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তার বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য প্রধানমন্ত্রী যে অদম্য ইচ্ছা ও সাহস দেখিয়েছেন, এটা বিশে^ ইতিহাসে বিস্ময়। নিজ দলের নেতা-কর্মীদের দল থেকে বের করে দিয়ে দুদকের মুখোমুখি করা, উপমহাদেশের ইতিহাসে ক্ষমতাসীন দলের এ ধরনের রেকর্ড নেই, যেটা শেখ হাসিনা দেখিয়েছেন। এ শুভেচ্ছা বিনিময়কালে পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি শিরিনা আফরোজ, সাংবাদিক এ কে আজাদ, শফিউল হক মিঠু, জহিরুল হক টিটু, জাহাঙ্গীর হোসেন নান্না মাহমুদুর রহমান মাসুদ, মশিউর রহমান রাহাত, মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জুমা বাদ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ্যাডভোকেট আলাউদ্দিন খানের জ্যেষ্ঠ কন্যা অনন্যার নামাজে জানাজায় যোগ দেন।
×