ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

* অমল সেন স্মরণ মেলা শুরু

ফসলের নায্য দাম না পেলে দেশবাসী কৃষকের ধর্মঘট দেখবে ॥ মেনন

প্রকাশিত: ০৯:৪৪, ১৭ জানুয়ারি ২০২০

ফসলের নায্য দাম না পেলে দেশবাসী কৃষকের ধর্মঘট দেখবে ॥ মেনন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তে-ভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড অমল সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাঘারপাড়া উপজেলা বাঁকড়িতে শুরু হয়েছে দু’দিনব্যাপী স্মরণ মেলা। শুক্রবার বিকালে বাকড়ী স্কুল মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এসময় মেনন বলেন, কৃষক আজ অনিশ্চয়তার সম্মুখিন হয়ে পড়েছে। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না। লটারির নামে যাদের ঘরে ধান নাই, তাদের কাছ থেকে ধান কিনে নিচ্ছে। কমরেড অমল সেন কৃষকের অধিকার আন্দোলনে ভূমিকা রেখে গেছেন। ফলে আগামীতে যদি কৃষক তার ফসলের নায্য দাম না পায় তাহলে দেশবাসী কৃষকের হরতলা-ধর্মঘট দেখবে। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নূর আহমেদ মল্লিক, এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল ইসলাম, জ্যোতি শংকর, যশোর জেলাকমিটির সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে অমল সেনের সমাধী স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাশদ খান মেননসহ নেতৃবৃন্দ। এছাড়া প্রতিবারের ন্যায় এবারও কমরেড অমল সেনের স্মরণ মেলাকে ঘিরে বাঁকড়ীতে ছোট পরিসরে বসেছে গ্রামীন মেলা। এতে বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।
×