ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় বরিশালবাসী দুই সিটির নির্বাচনে উন্নয়নের পক্ষে এককাট্টা

প্রকাশিত: ০৯:০৫, ১৮ জানুয়ারি ২০২০

  ঢাকায় বরিশালবাসী দুই সিটির নির্বাচনে উন্নয়নের পক্ষে এককাট্টা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন ঢাকায় বরিশালবাসী। ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও ঢাকার ভোটার বরিশালবাসীর বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন ঢাকায় আলোকিত বরিশাল বিভাগের সকল নেতৃবৃন্দ। প্রচারের প্রথমদিন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ঢাকায় আলোকিত বরিশাল বিভাগের নেতৃবৃন্দকে একত্রিত করে পৃথক গ্রুপে ভাগ হয়ে রাজপথে গণসংযোগ অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বরিশালের মুলাদী উপজেলার কৃতী সন্তান মোঃ মিজানুর রহমান। আগামী ২৪ জানুয়ারি ঢাকায় আলোকিত বরিশালবাসীর ব্যানারে নৌকা মার্কার সমর্থনে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকবেন। তাই নির্বাচনী সভায় যথাসময়ে ঢাকায় বরিশাল বিভাগের সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান। এক সময়ে আওয়ামী লীগের দুর্দিনে ঢাকার রাজপথ কাঁপানো কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান গত ১৫ জানুয়ারি বিকেলে রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড এলাকায় প্রচার শেষে জনকণ্ঠকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস ভাই নির্বাচিত হলে ঢাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে। সুশাসিত ঢাকার আওতায় সব নাগরিকের মৌলিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে যাবে। ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়তে নব সূচনার উন্মেষ হবে। সেই লক্ষ্যে আমরা ঢাকায় বরিশালবাসী কাজ করছি। তিনি (মিজানুর রহমান) আরও বলেন, শেখ ফজলে নূর তাপস ভাইকে ঢাকাবাসী আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার সুযোগ দেবেন। তাদের সেবা করার সুযোগ দেবেন বলে আমি শতভাগ বিশ্বাস করছি। একইদিন ঢাকায় বরিশালবাসীর ব্যানারে যুবলীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে সবুজবাগ থানার আহমাদবাগ, রাজারবাগ কালীবাড়ি, কুসুমবাগ, মোহাজের কলোনি, বটতলা, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো কমিউনিটি সেন্টার এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করা হয়। মিজানুর রহমান বলেন, আমরা মনে করছি নৌকা মানেই বাংলাদেশের উন্নয়ন, তাই শেখ ফজলে নূর তাপস ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা হলে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবসূচনা রচিত হবে। তাই আগামী ২৪ জানুয়ারি ঢাকায় আলোকিত বরিশালবাসীর ব্যানারে নৌকা মার্কার সমর্থনে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকবেন। নির্বাচনী সভায় যথাসময়ে ঢাকায় বরিশাল বিভাগের সকলকে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান করেছেন। অপরদিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঢাকার রাজপথের অলি-গলি থেকে শুরু করে কলোনির বাসায় বাসায় গণসংযোগ অব্যাহত রেখেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান সোহেল শাহরিয়ার রানা। তিনি নেতাকর্মীদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচারা অব্যাহত রেখেছেন। গত ১৪ জানুয়ারি রাজধানীর পল্টন এলাকায় তাপসের পক্ষে ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের কাছে নৌকায় ভোট চান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথি। এ সময় তার সঙ্গে প্রচারেও অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা। ২০০১ সালে একাধিকবার বিএনপি ও জামায়াত ক্যাডারদের নির্মম হামলার স্বীকার সোহেল শাহরিয়ার রানা জনকণ্ঠকে বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠা করেছে। দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে, এখন আমরা উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছি। তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্লিন ইমেজের শেখ ফজলে নূর তাপস ভাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আমি সাধারণ ভোটারদের কাছে জোর দাবি করছি। তিনি বলেন, নৌকা মানেই উন্নয়নের মার্কা। তাই নৌকায় ভোট দিয়ে সাধারণ জনগণ উন্নয়নের অংশীদার হবে এটা আমি শতভাগ বিশ্বাস করছি। কেন্দ্রীয় যুবলীগ নেতা বরিশালের মুলাদী উপজেলার কৃতী সন্তান মোঃ মিজানুর রহমান জনকণ্ঠকে আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। এজন্যই উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী দুই সিটি কর্পোরেশনে দুইজন ক্লিন ইমেজের নেতার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তিনি (মিজানুর রহমান) আরও বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশে উন্নয়নের মার্কা একটা, আর তা হলো নৌকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আতিকুল ইসলাম প্রসঙ্গে মিজানুর রহমান জনকণ্ঠকে বলেন, একটি উপ-নির্বাচনের মাধ্যমে নয় মাসের জন্য ক্লিন ইমেজের নেতা আতিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছিল। এই অল্প সময়ের মধ্যেই তিনি উত্তর সিটিকে অনেকটাই আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। এবার একটি পূর্ণাঙ্গ নির্বাচন। তাই এবারের নির্বাচনে নৌকা মার্কায় তাকে নির্বাচিত করা হলে- সবাইকে নিয়ে তিনি সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে সক্ষম হবেন। মাদকমুক্ত, জলজট ও যানজটমুক্ত ঢাকা গড়ে তোলার জন্য তিনি (মিজানুর রহমান) ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকায় বরিশালবাসীসহ সর্বস্তরের ভোটারদের কাছে আহ্বান করেছেন। অপরদিকে প্রচার শুরুর দিন থেকে অদ্যবধি নেতাকর্মীদের নিয়ে ঢাকার রাজপথে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।
×