ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ শহরের বর্জ অপসারণ করবে ইলেকট্রনিক গাড়ি

প্রকাশিত: ০৯:০৪, ১৮ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জ শহরের বর্জ অপসারণ করবে ইলেকট্রনিক গাড়ি

স্টাফ রিপোর্টার ॥ নারয়ণগঞ্জ শহরে বর্জ্য অপসারণে ‘প্রকৃতির বন্ধু’ নামে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রনিক গাড়ির উদ্বোধন হয়েছে। সম্প্রতি নগরভবনে গাড়ি দুটির উদ্বোধন করেন মেয়র সেলিনা হায়াৎ আইভি। সিটি কর্তৃপক্ষ জানায়, ৬০ ভোল্টের ব্যাটারিচালিত এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতি সম্পন্ন একেকটি গাড়ি প্রতিদিন ৫০ কিলোমিটার চলতে সক্ষম। প্রতিবার ৮শ’ কেজি বর্জ্য অপসারণে সক্ষম এই গাড়ি। প্রকৃতির বন্ধু নামের গাড়িটি স্বয়ংক্রিয় ঢাকনাযুক্ত হওয়াতে বর্জ্য পরিবহনে গন্ধ ছড়াবে না।
×