ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তেজগাঁও শুধু নামেই শিল্পাঞ্চল

প্রকাশিত: ০৯:০৪, ১৮ জানুয়ারি ২০২০

 তেজগাঁও শুধু নামেই  শিল্পাঞ্চল

স্টাফ রিপোর্টার ॥ তেজগাঁও শিল্প এলাকা। আগের সেই জৌলুস কমে এখন শুধু নামেই শিল্পাঞ্চল। তবে এই চরিত্র পাল্টাতে একটি মাস্টার প্ল্যান করেছে সরকার। যা ফাইলবন্দী কয়েক বছর ধরে। শুধু তেজগাঁও শিল্পাঞ্চল নয় নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত ঢাকা উত্তর সিটির ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড। স্থানীয়রা চান, আগামীর জনপ্রতিনিধিরা আন্তরিক হবেন তাদের এই দুর্ভোগ লাঘবে। পঞ্চাশ দশকে গড়ে ওঠে তেজগাঁও শিল্প এলাকা। রাজধানী কেন্দ্রিক শিল্পায়নের ভীত এখান থেকেই শুরু। কালের পরিক্রমায় এক সময়ের কর্মব্যস্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখর এই শিল্পাঞ্চলের অনেক কারখানা এখন বন্ধ। জীর্ণশীর্ণ অবস্থায় এখনও সময়ের সাক্ষী হয়ে রয়েছে কোন কোনটি। পুরো শিল্পাঞ্চল এলাকায় যে ৪৩০টি প্লট রয়েছে এর মাঝেই সংযোজন-বিয়োজন হয়েছে অনেক। গড়ে উঠছে বসতি, ট্রাকস্ট্যান্ড। তবে সবই অপরিকল্পিত অবস্থায়। কয়েক বছর আগে সরকার এই শিল্পাঞ্চল ঘিরে তৈরি করেছে একটি মাস্টার প্ল্যান। যা দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। তেজগাঁও শিল্প এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাখালপাড়া এলাকা। এই এলাকায় কত মানুষের বাস তার সুনির্দিষ্ট হিসাব নেই কারও কাছে। তাই মানুষেরও অভিযোগের অন্ত নেই গণমাধ্যমের কাছে।
×