ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই সিটির ৩ ওয়ার্ডে সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা

প্রকাশিত: ০৯:০৪, ১৮ জানুয়ারি ২০২০

  দুই সিটির ৩ ওয়ার্ডে সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণ সিটির ১৯ আর উত্তর সিটির ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড। দুই সিটির এই সীমানা এলাকা নানা কারণে গুরুত্বপূর্ণ রাজধানীবাসীর কাছে। আছে, সনামধন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আর বিপণিবিতান। তারপরও নাগরিক অনেক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দা। শীতকালে বৃষ্টি নেই তবুও জলাবদ্ধতা। এই দৃশ্য ঢাকা দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী এলাকার। রাস্তার এমন দশায় স্থানীয়দের দুর্ভোগ বাড়িয়েছে কয়েকগুণ। কালীমন্দিরের পাশ ঘেঁষা এই সড়কটি ভরা খানাখন্দে। পথচারীদের চলাচলের জন্য নেই ফুটপাথ। এতে রাস্তায় নেমে ভোগান্তি স্থানীয়দের নিত্যসঙ্গী। এলাকাটি পরিচিত স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। ব্যস্ত নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দারা পাচ্ছেন কি প্রয়োজনীয় নাগরিক সুবিধা? স্থানীয়দের প্রত্যাশা, আসছে সিটি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবেন। এদিকে উত্তর সিটির ৩৬ নম্বর ওয়ার্ডের মিরবাগ এলাকার চিত্র কিছুটা ভিন্ন। রাস্তাঘাট ভাল হলেও আছে মাদকের অভিশাপ। এতে ঝুঁকির মুখে এলাকার তরুণরা। এর পাশেই ৩৫ নম্বর ওয়ার্ড। মগবাজার ওয়্যারলেস মোড়ে ময়লার ভাগাড়ে এখান দিয়ে চলাচলই দায়। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের এমন অপরিকল্পিত পদক্ষেপে সড়কে বাড়ছে যানজটও।
×