ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

প্রকাশিত: ০৮:০৬, ১৭ জানুয়ারি ২০২০

সান্তাহারে ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিল পাড়ের জমজ গ্রাম ছাতনী-ঢেকড়া। এই গ্রামে ৫০বছর পুর্বে প্রতিষ্ঠিত ‘ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়’ এর সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন করা হয়েছে শুক্রবার। দুই দিন ব্যাপী “বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিনত হবে উৎসবে” এশ্লোগান হৃদয়ে ধারন করে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ন জয়ন্তী উৎসব পালন করা হচেছ। উৎসবের প্রথম দিন শুক্রবার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল থেকে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস ও পদচারনায় বিদ্যালয় আশপাশের এলাকা মূখরিত হয়ে ওঠে। অনেক দিন পর বন্ধুদের দেখা পেয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। উৎসবকে ঘিরে বিদ্যালয় ও এর আশপাশের এক কিলোমিটার এলাকায় করা মনোরম আলোকসজ্জা করা হয়েছে। প্রথম দিন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উৎসব কমিটির সভাপতি, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু। বক্তব্য রাখেন ছাতনী গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধুর সহচর সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ। আরো বক্তব্য রাখেন ড. উলফাত কবির, শিল্পপতি শামিমুল ইসলাম, আদমদীঘি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন সালমা বেগম, উদযাপন কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম খান, চাকরিজীবী ইলিয়াস হোসেন ব্যবসায়ী সমাজ খান প্রমুখ। আলোচনা সভার পর স্মৃতিচারন করেন বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। রাতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×