ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

‘সুন্দরী কন্যা’ স্পর্শিয়া

প্রকাশিত: ১২:২১, ১৬ জানুয়ারি ২০২০

‘সুন্দরী কন্যা’ স্পর্শিয়া

টিভি নাটকের সুপরিচিত মুখ, বিজ্ঞাপনেও এককালের সুহাসিনীর খেতাব পাওয়া এই অভিনেত্রী এখন রুপালি পর্দার ‘বিজি মানুষ’। গেল বছর তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’ এ নাম লিখিয়ে তার দর্শকদের কাছে চিত্রনায়িকা হয়ে ফিরে আসেন। এরপর অবিরত করে যাচ্ছেন একের পর এক সিনেমার কাজ। তার প্রথম সিনেমা ‘বন্ধন’ এখনও মুক্তির অপেক্ষায়। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি। বলছি ছোট পর্দার অভিনেত্রী এখন রুপালি পর্দার নায়িকা অর্চিতা স্পর্শিয়ার কথা। সম্প্রতি প্রকাশ পেয়েছে অর্চিতা স্পর্শিয়া অভিনীত সিনেমা ‘কাঠবিড়ালী’র গান। গানের শিরোনাম ‘সুন্দরী কন্যা’। প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের কথায় গানটির সুর করেছেন ইউসুফ হাসান অর্ক এবং সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর। যে গানে কণ্ঠ দিয়েছেন বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল। আর এই গানের চিত্রায়নে দেখা গেছে চঞ্চল চপলা স্পর্শিয়াকে। গানটি অনলাইনে মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশংসিত হচ্ছে। গানটি প্রকাশের পর অনেক সাড়া পাচ্ছি। টিজার প্রকাশের পরও ভাল রেসপন্স পেয়েছি। সবাই গানটি পছন্দ করেছেন। ছবিতে তিনটি গান রয়েছে সবগুলো আমার প্রিয়। -বললেন অর্চিতা স্পর্শিয়া। যে গ্রামে শূটিং করা হয়েছে ছবির, সেই গ্রামেই ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হলো ‘কাঠবিড়ালী’র প্রিমিয়ার শো’। সেখানেও অনেক রেসপন্স পেয়েছেন। অর্চিতা স্পর্শিয়া বলেন, বুঝতে পারিনি যে এত সাড়া পাব। মনে হয়েছিল গ্রামের ছেলে বলে মানুষ ছবিটি দেখতে এসেছেন। কিন্তু না যারা এসেছেন সিনেমার প্রতি ভালবাসা থেকেই এসেছেন। ছবিটি দেখে তারা প্রশংসা করেছেন। ছবিতে কাজল চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। কলেজ পড়ুয়া গ্রামের স্বাধীন একটি মেয়ে। ছবির নায়ক হাসুকে ভালবাসেন। তাদের প্রেম ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। বাকিটা জানার জন্য হলে গিয়ে ছবিটি দেখতে বললেন এই অভিনেত্রী। তিনি মনে করছেন সিনেমা হলে দর্শক মন্দায় ছবিটি প্রভাব বিস্তার ঘাটাতে পারবে। ছবিটি নিয়ে তার অনেক প্রত্যাশা। অনেকেই বলে ছোট পর্দার অভিনয়শিল্পীরা বড় পর্দায় ভাল করতে পারে না। কারণ যাকে নিয়মিত টিভিতে দেখা যায় তাকে আবার টিকেট কেটে কেন দেখতে হবে? এটি তাদের ভুল ধারণা। ছোট পর্দার শিল্পীও বড় পর্দায় সফলতা পেতে পারে। যার প্রমাণ ভূরি ভূরি রয়েছে। সিনেমার জন্যই নাটক ছেড়ে দিয়েছি। কারণ নাটক এবং সিনেমা দুইটি পুরো ভিন্ন মাধ্যম। আমি সবসময়ই চেয়েছি যে কোন একটিতে কাজ করতে। তাই যখন সিদ্ধান্ত নিয়েছি সিনেমা করব তখন থেকে নাটক করা একেবারেই বাদ দিয়েছি। চলচ্চিত্রের জন্য তিন বছর হয়েছে নাটক ছেড়ে দিয়েছি। দর্শকপ্রিয়তা পেয়েছি নাটক থেকে। নাটক ছেড়ে সিনেমায় কাজ করেও ভাল রেসপন্স পাচ্ছি। আর নাটকে ফেরার ইচ্ছে নেই। এখন থেকে চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই। তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শূটিং। ধাপে ধাপে চিত্রায়নের পর এবার মুক্তি পাচ্ছে কাঠবিড়ালী। আগামীকাল (১৭ জানুয়ারি) বড় পরিসরে ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আবীর ও শাওন। কাঠবিড়ালী’র চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। এদিকে নির্মাতা নুরুল আলম আতিকের পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন অর্চিতা স্পর্শিয়া। ভালবাসার গল্প নিয়ে তৈরি, নাম ‘ডোনার’। এতে আসমা চরিত্রে অভিনয় করেছেন তিনি, সঙ্গে আছেন ইয়াশ রোহান। বিশ্ব ভালবাসা দিবসে হৈচৈয়ে রিলিজ করা হবে। এর আগে নির্মাতা নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ নামে একটি সিনেমায় কাজ করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এবং ফেব্রুয়ারির শেষের দিকে নতুন ছবির শূটিং শুরু করবেন স্পর্শিয়া। তবে ছবিটি প্রসঙ্গে এখনই কিছু বলতে চান না। সিনেমার জন্য ই-টিকেটিং প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, সিনেমার জন্য ই-টিকেটিং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চুরিটা কম হবে। প্রযোজক তার টাকা ফেরত পেলে ফের লগ্নি করতে আগ্রহী হবেন। চলচ্চিত্রে কাজ করলেও চলচ্চিত্রে তার কোন স্বপ্নের নায়ক নেই। ভাল গল্প ও চরিত্র পেলে সবার সঙ্গে অভিনয় করতে চান। সবশেষে ছবিটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে স্পর্শিয়া বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা এ জায়গা থেকে ব্যক্তিগতভাবে মনে হয়, নতুন পরিচালক ও শিল্পীদের দর্শকদের এগিয়ে আসা উচিত। সে ক্ষেত্রে নতুন পরিচালকরা কাজ করার সুযোগ পাবেন। এবং দর্শক নতুন ভাবনার নতুন নতুন চলচ্চিত্র পাবেন। সেটা দর্শকদেরও ভাললাগবে। আমাদের জন্যও ভাল হবে। এতে করে নতুন নতুন পরিচালক থেকে শুরু করে নায়ক-নায়িকা, খল-চরিত্র, পরিচালক তৈরি হবে। এটি আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই প্রয়োজন। ‘কাঠবিড়ালী’ নতুনদের সিনেমা। আশা করছি ছবিটি দর্শকদের ভাললাগবে। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ রইল।
×