ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান পুরোপুরি প্রস্তুত

প্রকাশিত: ০৯:৪৭, ১৫ জানুয়ারি ২০২০

দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে টঙ্গীর বিশ্ব  এজতেমা ময়দান পুরোপুরি প্রস্তুত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শুক্রবার থেকে টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে তাবলীগ জামাতের সা’দ পন্থীদের দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা। দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রথম পর্বের সমস্ত আয়োজন থাকছে দ্বিতীয় পর্বেও। স্থানীয় প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেমন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এজতেমা ময়দানের ভেতর এবং বাহিরের আয়োজন সম্পন্ন করেছেন। রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে এজতেমা মাঠ খালি করে দেয়া হয়। পরবর্তী চারদিন এজতেমা ময়দানের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দ্বিতীয় পর্বের আয়োজনের নেতৃত্বে রয়েছেন সা’দ পন্থী মুরুব্বী ওয়াসেকুল ইসলাম ও শাহাব উদ্দিন নাসিম গং। ৩দিনের এই বিশ্ব এজতেমায় আমল, আখলাক, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তির লক্ষ্যে দিনরাত বয়ান চলবে। সা’দ পন্থীরা বলছেন, দ্বিতীয় পর্বের এজতেমাই আসল এজতেমা। অপর দিকে আলেমী সুরার যোবায়ের পন্হীরা বলেছেন, তাদের প্রথম পর্বের এজতেমাই আসল এজতেমা ছিল। এদিকে দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এজতেমা ময়দানে মুরুব্বীদের সঙ্গে স্থানীয় এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সর্বশেষ বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী রাসেল বলেন, প্রথম পর্বের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা দ্বিতীয় পর্বেও থাকছে। মুসল্লীরা যাতে এজতেমা মাঠে আসা-যাওয়ায় কোন ধরনের সমস্যায় না পড়েন সে ব্যাপারে সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। এজতেমায় মুসল্লীদের আসা-যাওয়ার জন্য সড়ক, নৌ ও ট্রেন পথে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। মুসল্লীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে হামদর্দ, ইসলামি ফাউন্ডেশন, টঙ্গী প্রেসক্লাব ও টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সেবা সংস্থা তাদের সেবা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম রাতে জনকন্ঠকে জানান, প্রথম পর্ব অনুষ্ঠানের পর মাঠের ভেতরে যে সব ময়লা আবর্জ্যনা জমা হয়েছিল তা গাজীপুর সিটি কর্পোরেশন সাড়ে ৪০০ পরিচ্ছন্ন কর্মী এবং ২৯টি বর্জ্য পরিবহণের মাধ্যমে অপসারণ করা হয়। মাঠে জমে থাকা ময়লা পানি নিষ্কাশন করে ৫০০ ট্রাক বালু ফেলানো হয়েছে। এজতেমা চলাকালীন সিটি কর্পোরেশনের সকল কর্মচারী-কর্মকর্তাদের ছুটি বাতিল করে তাদের এজতেমা ময়দানে মুসল্লীদের খেদমতে নামানো হয়েছে। দেশ- বিদেশ থেকে আসা লাখ লাখ মুসল্লীদের সেবায় অন্যান্য সেবা প্রতিষ্ঠানের পাশাপাশি গাজীপুর সিটিকর্পোরেশনও প্রস্তুত। এখন এজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান পুরোপুরি প্রস্তুত বললেন, মেয়র জাহাঙ্গীর আলম। দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমায় থাকছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকে থাকছে প্রায় ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুরো এজতেমা ময়দান জুড়ে সিসিটিভি, ওয়াচ টাওয়ার ও মেটাল ডিট্রেক্টরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। মুসল্লীদের পানীয় জলের সুবিধার্থে প্রতিদিন ৩ কোটি গ্যালন পানি উত্তোলনের সুবিধা থাকছে এজতেমা ময়দানে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও থাকছে নিরাপত্তার সব ব্যবস্থা। গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানান, প্রথম পর্বের এজতেমা শেষে ২৪ ঘন্টার মধ্যে এজতেমা ময়দান স্থানীয় প্রশাসন বুঝে নিয়ে দ্বিতীয় পর্বের মুরুব্বীদের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ করা যেতে পারে, গত ৪ বছর ধরে দু’পর্বে একই পন্থীদের এজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। গত বছর এজতেমার একক নিয়ন্ত্রণে নিতে এজতেমা ময়দানে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মুসল্লী হতাহত হন। এরপর থেকে যোবায়ের পন্থী এবং সা’দ পন্থী নামে তাবলীগ জামাতের বিশ্ব এজতেমায় দুটি গ্রুপের সৃষ্টি হয়। ১৯৬৭ সাল থেকে টঙ্গীর এই ময়দানে বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
×