ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:১০, ১৫ জানুয়ারি ২০২০

বোয়ালমারীতে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অপ্রাপ্ত বয়ষ্কা কন্যার বিয়ের আয়োজন করার কারণে সেলিম শেখকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫.০১.২০) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ দন্ড প্রদান করেন সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন। আদালত সূত্রে জানা যায়, সেলিম শেখের মেয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া শিলা খানমের (১৫) সাথে বুধবার দুপুরে বিয়ের আয়োজন চলছিল। চতুল ইউনিয়নের বিশ্বাসপুর গ্রামের আকমল শেখের ছেলে আসলামের। খবর পেয়ে সহকারী কমিশানর (ভূমি) পুলিশ পাঠিয়ে কনের বাবাকে অফিসে তুলে আনেন। পুলিশ দেখে বরযাত্রীর লোকজন পালিয়ে যায়। সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন বলেন, বাল্য বিয়ে বন্ধ করে কনের পিতাকে জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যান্ত মেয়ের বিয়ে দেবে না এই মর্মে মুচলেকা আদায় করা হয়।
×