ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেয়র প্রার্থীদের পক্ষে বঙ্গবন্ধু পরিষদের নির্বাচনী পথসভা

প্রকাশিত: ০৭:৩২, ১৫ জানুয়ারি ২০২০

মেয়র প্রার্থীদের পক্ষে বঙ্গবন্ধু পরিষদের নির্বাচনী পথসভা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভা বুধবার ধানমন্ডির রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. এস এ মালেকের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, লেক সার্কাস উ”চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকা-কে আরও বেশি কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান সরকার ঢাকা সিটিকে দুইভাগে বিভক্ত করে উন্নয়ন তৎপরতা চালাচ্ছেন। ইতিমধ্যেই জনগণ তার সুফল পেতে শুরু করেছেন। তিনি পরিকল্পিত, পরিছন্ন ও বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলতে আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। অ অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে ঢাকা সিটির ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। এরপরেও নগরবাসীর সমস্যা রয়েছে। যানজট, বায়ু দুষণ, জলাবদ্ধতা, উপদ্রব, মাদকসমস্যা, শৌচাগারের অভাব প্রভৃতি সমস্যার কারণে জনদুর্ভোগ রাজধানী বাসীর নিত্যদিনের। জননেত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর কল্যাণের কথা ভাবেন। তাই শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক ঢাকা মহানগরী গড়ার সুযোগ দিন। সভাপতির বক্তব্য ডাক্তার এম এ মালেক বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী দুইজনই যোগ্য, সৎ ও অভিজ্ঞ। তারা আপনাদের ভোটে নির্বাচিত হলে অবশ্যই নগরবাসীর সমস্যার প্রতি নজর দিবেন ও তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে আপনাদের সেবক হিসেবে কাজ করবেন। আসুন আমরা সবাই নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ শহিদুল্লাহ, আবুল হোসেন, ডাঃ শাখাওয়াত ইসলাম খোকন, ড. মোঃ জাহাঙ্গীর, মোঃ আজিজুল হকসহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×