ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

প্রকাশিত: ০৪:৫৫, ১৫ জানুয়ারি ২০২০

নওগাঁর জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল এখন পরিযায়ী (অতিথি) পাখির কলতানে মুখরিত। ২০২০সালের শুরু থেকে সুদুর রাশিয়া, সাইবেরিয়াসহ বিশ্বের শীত প্রধান দেশ থেকে শত শত পাখি জবই বিলে এসে পাখি সৌন্দর্যের বিকাশ ঘটাচ্ছে। পাখির কলকাকলী আর কিচির-মিচির আওয়াজ মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। বুধবার অতি প্রত্যুষে সরেজমিনে বিল এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বিল ও বিলপাড় এলাকায় বিদেশ থেকে আগত পিয়াং হাঁস, পাতি সরালি, লেংজা হাঁস, বালি হাঁস, পাতি কূটসহ দেশী জাতের শামুকখোল, পানকৌড়ী, ছন্নি হাঁস বিল এলাকা মুখরিত করে তুলছে। অতিতে এক শ্রেণীর মানুষ অবাধে বিল থেকে এসব অতিথি পাখি শিকার করে হাটবাজারে বিক্রি করত। এমনকি গত বছরও এলাকার কতিপয় ব্যক্তি এ বিল থেকে বেশ কিছু পাতি সরালি হাঁস ফাঁদ পেতে ধরে বিক্রি করার সময় জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। পরে ওই পাখি শিকারীদের উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নিকট নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালতে তাদের শাস্তি প্রদান করেন। এর পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের কঠোরতা ও জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জোরালো নজরদারিতে বিল এলাকায় যে কোন ধরনের পাখি শিকার বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমানে দেশ বিদেশ থেকে হরেক রকম পাখির আগমনে পুরো বিল এলাকা এখন পাখির কলতানে মুখরিত হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।
×