ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে এসএএস সুপারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রকাশিত: ০৩:৪৪, ১৫ জানুয়ারি ২০২০

শেরপুরে এসএএস সুপারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ঘুষের ৫০ হাজার টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হওয়া জেলা হিসাবরক্ষণ অফিসের এসএএস সুপারিটেন্ডেন্ট মোঃ ইউনুস মিয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তার রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানী শেষে এ আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মুজিবুর রহমান। সেইসাথে আসামির জামিনের জন্য করা আবেদনটি জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে শুনানীর জন্য রাখা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানী করেন দুদকের পিপি এডভোকেট মোখলেসুর রহমান জীবন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক মোঃ বুলু মিয়া। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা হিসাবরক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক অভিযানে অফিসের এসএএস সুপার মোঃ ইউনুস মিয়াকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। ইউনুস মিয়া নেত্রকোনা জেলা সদরের দরুন বালিগ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে ঢাকার সিজিএ অফিস থেকে শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসে বদলী হয়ে আসেন।
×