ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজিপুরে সিআইজি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

প্রকাশিত: ০৫:৩৭, ১৪ জানুয়ারি ২০২০

কাজিপুরে সিআইজি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কৃষকদের মাঝে লিডারশীপ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে সিআইজি কৃষক প্রশিক্ষণ ফেজ-২ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল হক। উপজেলার ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশ নেন। কৃষি পণ্যের সঠিক উৎপাদন ও বিপণনসহ লিডারশিপ তৈরির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এসএম শহিদ নূর আকবর, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ফরিদুল হাসান, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার প্রজেনজিৎ তালুকদার প্রমূখ। এরপর বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষিবিদ ইনস্টিটিউশনের আর্থিক সহায়তায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
×