ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ জানুয়ারি ২০২০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি

অনলাইন রিপোর্টার ॥ পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে অব্যাহত শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার সঙ্গে উত্তরের হিম হাওয়ায় প্রতিনিয়ত বাড়ছে উত্তরের এ জনপদের মানুষের ভোগান্তি। এদিকে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সূর্যের মুখ দেখা গেলেও কমছে না শীতের তীব্রতা। আর তপামাত্রা ওঠা-নামায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন জেলার নিম্ন আয়ের মানুষগুলো। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় যেন স্থবির হয়ে পড়েছে জেলার সর্বস্তরের মানুষের জনজীবন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিন সকাল ৬টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
×