ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে গরু চুরির অপবাধে মধ্যযুগীয় কায়দায় স্কুলছাত্রকে নির্যাতন, গ্রেফতার ২

প্রকাশিত: ০৭:৫৫, ১৩ জানুয়ারি ২০২০

সুন্দরগঞ্জে গরু চুরির অপবাধে মধ্যযুগীয় কায়দায় স্কুলছাত্রকে নির্যাতন, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী গ্রামে মধ্যযুগীয় কায়দায় এক ছাত্রকে গরু চুরির সন্দেহে তাকে তার বাড়ি তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। ওই ঘটনায় রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উত্তর ধুমাইটারী মৃত আব্বাস আলীর ছেলে আইজল মিয়া (৫০) ওই গ্রামের মো. বাবলু মিয়ার ছেলে রানা মিয়া (৩০) কে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার ওই কিশোরের নাম রাফিকুল ইসলাম (১৩)। সে উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রাফিকুল ইসলাম স্থানীয় ধুমাইটারী কারিগরি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সুন্দরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের জনৈক রাজা মিয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি যায়। ওই গরুর চোর সন্দেহে পাশের বাড়ির স্কুল ছাত্র রাফিকুলকে ওই রাতেই ধরে নিয়ে যায় প্রতিবেশী ফজলু হক, ইয়াজুল ইসলাম ও নাজমুল হোসেন। তারপর সারারাত ধরে প্রচন্ড শীতের মধ্যে তাকে গাছের সাথে বেঁধে রাখে তারা। পরদিন শনিবার সকাল ৯টায় রাফিকুলকে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি আফসার প্রামাণিকের বাড়িতে নিয়ে যায় তারা। এরপর হাত-পা বেঁধে তার উপর অমানবিক নির্যাতন চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক। তাদের সাথে গরুর মালিক রাজা মিয়ার পারিবারিক সম্পর্ক রয়েছে। রাজা মিয়ার ইঙ্গিতেই রাফিকুলকে ধরে নিয়ে যাওয়া হয় বলে একটি সুত্র জানায়। কিশোর রাফিকুলকে মারপিট করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। তারা তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। রাফিকুলের উপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে বিষয়টি সবার নজরে আসে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল¬াহিল জামান জানান, এঘটনায় রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত আইজল মিয়া ও রানা মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও খোঁজা হচ্ছে।
×