ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইভিএম মেশিন বঙ্গোপসাগরে ফেলে দিন : খসরু

প্রকাশিত: ০৭:০৭, ১৩ জানুয়ারি ২০২০

ইভিএম মেশিন বঙ্গোপসাগরে ফেলে দিন  : খসরু

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইভিএম এ সুষ্ঠু ভোট হবে না। তাই আমরা ইভিএম মানি না। ইভিএম মেশিন বঙ্গোপসাগরে ফেলে দিন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামক একটি সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খসরু বলেন, কোন অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এলসি খুলে বেআইনিভাবে ইভিএম মেশিন কিনেছে। এতে দেশের জনগণের চার হাজার কোটি টাকা অপচয় হয়েছে। কোনো গণতান্ত্রিক দেশে যেখানে সামান্য পরিমাণ জবাবদিহিতা আছে সেখানে সুবিধাভোগীদের মতামত অগ্রাহ্য করে নির্বাচন কমিশন এরকম কাজ করতে পারে না। আর সবচাইতে বড় কথা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ২১ হাজার টাকা করে ইভিএম মেশিন কিনেছে সেই ইভিএম মেশিন আমাদের নির্বাচন কমিশন কিনেছে ১১ গুন বেশি দাম দিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা দরে। খসরু বলেন, ব্যালটপেপারে প্রিজাইডিং কর্মকর্তার সই দিয়ে দিনের বেলা ভোট চুরি করা এতোটা সহজ নয়, সেটা আওয়ামী লীগ ৩০ তারিখের নির্বাচনে বুঝতে পেরেছিল। তাই ২৯ তারিখ রাতে ভোট ডাকাতি করেছিল। এ জন্য সরকার জানে যে ব্যালটে সিল মেরে দিনের আলোতে ভোট চুরি করা কতটা কষ্টের। তাই তারা নতুন অধ্যায় ইভিএম চালু করেছে। তিনি বলেন, চটটগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভয়-ভীতির মাধ্যমে প্রায় সকল কেন্দ্র ক্ষমতাসীনরা দখল করে ভোট দিয়েছে। ঢাকায়ও একই অবস্থা করবে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপরি ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সাদস্য বিলকিস ইসলাম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
×