ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে প্রতিমন্ত্রী সম্বন্ধির লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:০৭, ১৩ জানুয়ারি ২০২০

রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে প্রতিমন্ত্রী সম্বন্ধির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএমএ রশিদ (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সোমবার দুপুরে পুলিশ পল্টনে হোটেল এশিয়া এ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, গত শনিবার ঢাকায় আসেন এসএমএ রশিদ। ওদিন বিকেলে তিনি হোটেলে ওঠেন। সোমবার সকালে রশিদ ঘুম থেকে না ওঠায় হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও তার গাড়িচালক আরিফ হোসেন ওই কক্ষে যান। তখন দুপুর ১২টা। পরে তারা কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। বিছানার ওপর রশিদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। ওসি আবুল হোসেন জানান, নিহত এসএমএ রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মৃত রশিদের গাড়িচালক মোঃ আরিফ জানান, গত ১১ জানুয়ারি ব্যক্তিগত কাজে রশিদ স্যার ঢাকায় আসেন। পরে পল্টনে এশিয়া হোটেলে ওঠেন। আর আমি নুরজাহান হোটেলে উঠি। পরে স্যারের খবর নিতে সোমবার সকালে এশিয়া হোটেলে আসেন। নবমতলা তার কক্ষে গিয়ে দেখি স্যার রশিদ শুয়ে আছেন। এতে বেলা পর্যন্ত ঘুমাতে দেখে পরে রশিদ স্যারকে ডাকাডাকি করি। এতে সাড়া শব্দ না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ জানাই। পরে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হোটেল এশিয়ার নিবার্হী কর্মকর্তা নাঈম আহমেদ শিশির জানান, গত ১১ জানুয়ারি বিকেলে হোটেলের নয় তলায় ৯০৭ নম্বর কক্ষে ওঠেন। সকালে তার গাড়ি চালকের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র এএসআই আব্দুল খান জানায়, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত শরীরে কোন আঘাত নেই। ধারণা করা হচ্ছে, অসুস্থাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
×