ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির দুই মেয়রপ্রার্থী

প্রকাশিত: ০১:২৫, ১৩ জানুয়ারি ২০২০

জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির দুই মেয়রপ্রার্থী

অনলাইন রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী। সোমবার বেলা সোয়া ১১টার দিকে কবর জিয়ারতের মধ্য দিয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। কবর জিয়ারতে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সাথে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালামসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন তারা। কবর জিয়ারত শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর ফার্মগেট এলাকার কলমিতলা মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বেলা ১১টা ২০ মিনিটে তিনি এ প্রচারণা শুরু করেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন টিকাটুলি অভয়দাস লেনে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে থেকে চতুর্থ দিনের গণসংযোগ শুরু করছেন। তাবিথদের প্রচারণায় উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, যুবদল মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
×