ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত

প্রকাশিত: ০১:১৮, ১৩ জানুয়ারি ২০২০

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়ছড়ি ॥ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ কর্মী পরেশ ত্রিপুরা ওরফে মহেন (২৫) হত্যার প্রতিবাদে পানছড়ি উপজেলায় অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এ কর্মসূচীর ডাক দেয় । অবরোধ চলা কালে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল না করলে উপজেলার অভন্তরে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কে কোন পিকেটার চোখে না পড়লেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ১০ জানুয়ারী রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মরাটিলা নামক এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী মহেন ত্রিপুরা (২৫) কে গুলি করে হত্যা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত মহেন ত্রিপুরার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলভার উদ্বার করে। ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের মূখপাত্র নিরন চাকমা তাদের কর্মীর এ নৃশংস হত্যাকান্ডের বিচার দাবী করেন এবং পার্বত্য চট্টগ্রামে বিচার বহিরভুত হত্যা কান্ড বন্ধের দাবী জানান।
×