ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে বৈদ্যুতিক লাইনের উপর ভবন নির্মাণ

প্রকাশিত: ০৪:০১, ১২ জানুয়ারি ২০২০

বরিশালে বৈদ্যুতিক লাইনের উপর ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের উপর ঝুঁকিপূর্নভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন দক্ষিণ পাশের্^র। স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বড় কসবা এলাকার হারুন-অর রশিদের পুত্র জাকির বেপারী অতিসম্প্রতি টরকী বন্দরের দক্ষিণ পাশের্^ (বড় কসবা মৌজা) বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেন। এরপর পল্লী বিদ্যুতের বিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল ভবনের উপরে রেখেই ঝুঁকিপূর্নভাবে তৃতীয় তলার নির্মান কাজ শুরু করেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে জাকির বেপারী জানান, বৈদ্যুতিক তারের চার ফুট নিচ থেকে শ্রমিকরা কাজ করছেন, এতে কোন সমস্যা হবেনা। তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, একইভাবে বৈদ্যুতিক তারের নিচে ঝুঁকিপূর্ন ভবন নির্মান করায় গত ছয়মাস পূর্বে টরকী বন্দরের একটি ভবনের ছাদে বিদ্যুতপৃষ্ঠ হয়ে এক গৃহবধু মারা গেছেন। একই ছাদে বৈদ্যুতিক দুর্ঘটনায় এক শ্রমিক পঙ্গুত্ববরন করেছেন।
×