ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হামলার আড়াই ঘণ্টা আগেই জানতে পারেন ইরাকের মার্কিন সেনারা

প্রকাশিত: ০১:০৭, ১২ জানুয়ারি ২০২০

হামলার আড়াই ঘণ্টা আগেই  জানতে পারেন ইরাকের মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের দাবি, ইরাকে আল আসাদ বিমানঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত ৮ জানুয়ারি ভোরে ওই হামলা চালানো হয়। আজ রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, আড়াই ঘণ্টা আগে থেকে হামলার বিষয়ে জানতে পারে মার্কিন সৈন্যরা। এর পর তারা বাংকারে আশ্রয় নেন। ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলা করে হামলা করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেই হত্যাযজ্ঞে মোট ১০ জন প্রাণ হারান। সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের দাবি সেই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার কয়েক ঘণ্টা পর ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান ১৭৬ জন। ইরান ভুল করে বিমানটি ভূপাতিত করেছিল।
×