ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরের পথে মানুষের ঢল

প্রকাশিত: ২২:৩৭, ১২ জানুয়ারি ২০২০

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরের পথে মানুষের ঢল

অনলাইন রিপোর্টার ॥ ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে তীব্র শীত, কুয়াশা আর নানা ভোগান্তির উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা মাঠে। ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মো. মেজবাহ উদ্দিন বলেন, সব ঠিক থাকলে রবিবার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশে তাবলীগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। মাওলানা জুবায়েরের অনুসারীরাই এবার প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। আর দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন ১৭ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায়। গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়নের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। পুরো ইজতেমা মাঠকে ৮৭ খিত্তায় ভাগ করে প্রথম দফায় ইজতেমায় আসা ৬৪ জেলার মানুষের থাকার ব্যবস্থা হয়। ইজতেমার শেষ দিন রবিবার সকালে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে ভারতের মাওলানা ইবরাহিম দেওলা করবেন বিশেষ বয়ান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার এ পর্বের সমাপ্তি ঘটবে। মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই টঙ্গীর পথে মানুষের স্রোত দেখা গেছে। ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে অনেকেই রওনা হয়েছেন টঙ্গীর পথে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বড় অংশে সব ধরনের যানবাহন বন্ধ রাখায় তাদের ইজতেমাস্থলে পৌঁছাতে হচ্ছে পায়ে হেঁটে। ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের বিভিন্ন ভবনের ছাদে, সড়কের পাশে খালি জায়গায় অবস্থান নিয়েছে বহু মানুষ। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) থোয়াই অং প্রু মারমা জানান, আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত। বরাবরের মতই ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনই পাঁচ মিনিট যাত্রাবিরতি করবে টঙ্গী রেলওয়ে জংশনে।
×