ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৫৬, ১১ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন দেশের  ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য মনোনীত দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করে হবে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক’র জন্য এসব কৃতি শিক্ষার্থীদের মনোনীত করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রধানমন্ত্রীর স্বর্ণপদক-২০১৮'র জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' প্রদান করে আসছে।
×