ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ঐক্যফ্রন্টের

প্রকাশিত: ০৮:১১, ৯ জানুয়ারি ২০২০

 খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ ঐক্যফ্রন্টের

স্টাফ রিপোর্টার ॥ ঢাবি ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে আগামীকাল ১১ জানুয়ারি গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার আরামবাগ গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরী সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টের মহানগর সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ১১ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশে প্রধান অতিথি কে থাকবেন জানতে চাইলে তিনি বলেন, এটা পরে সিদ্ধান্ত হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোফাক্কারুল ইসলাম নবাব, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। গোলাম মাওলা চৌধুরী জানান, বৈঠকে ১১ জানুয়ারি গণজমায়েত ও বিক্ষোভ করার সিদ্ধান্ত হয়েছে। কর্মসূচী বাস্তবায়নে শরিক দলগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয় বৈঠক থেকে। তিনি বলেন, এছাড়াও সরকারের পতন আন্দোলন, নিরপেক্ষ সিটি নির্বাচন, ইভিএম ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গোটা বিশে^ ইভিএম নিষিদ্ধ এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে ও ইভিএম মেশিন কেনার দুর্নীতিকে ঢাকার জন্য নির্বাচন কমিশন পুরো নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি, ইভিএম ছাড়া নির্বাচন করতে হবে। তাহলে সবার কাছে তা গ্রহণযোগ্য হবে।
×