ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুর ক্যান্টিনে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৭:৪০, ৯ জানুয়ারি ২০২০

মধুর ক্যান্টিনে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল হাসান রাকিব, সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ কয়েকজন লাঞ্চিত হয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানায়, ছাত্রদলের নবগঠিত বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক ও সদস্য সচিব তাদের অনুসারীদের নিয়ে মধুর ক্যান্টিনে আসলে তাদের ভুয়া উল্লেখ করে সদ্য বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম জিসানসহ কয়েকজন তাদের মধুর ক্যান্টিনে প্রবেশ করতে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিসান ছাত্রদলের আহবায়ক রাকিব ও সদস্য সচিব আমানকে ধাক্কা দিলে শুরু হয় হাতাহাতি। পরে রাকিবের অনুসারীরা জিসানসহ অন্যদের ধাওয়া দিয়ে মধুর ক্যান্টিন এলাকা থেকে সরিয়ে দেয়। তবে এই ঘটনাকে নিজেরদের ভুল বোঝাবুঝি উল্লেখ করে সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া বা সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। জিসানের সাথে একটু কথা কাটাকটি হয়েছিল। পরে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিক করে নিয়েছি। মুমিনুল ইসলাম জিসান বলেন, ছাত্রদলের বর্তমান কমিটি ছাত্রলীগের সাথে আঁতাত করে চলে। আমরা যারা আসল ছাত্রদল করি তারা এই কমিটি মানি না। তার অংশ হিসাবে আজ তাদের মধুর ক্যান্টিনে আমার নেতৃত্বে বাধা প্রদান করা হলে কয়েকজনকে তারা মারধর করে।
×