ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ সাখাওয়াত

প্রকাশিত: ০৫:৫৬, ৯ জানুয়ারি ২০২০

  আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ সাখাওয়াত

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে শূণ্য থাকা সাংগঠনিক সম্পাদক পদটি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ। এছাড়া আট বিভাগের আট সাংগঠনিক সম্পাদক এবং তিন যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে আটটি বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেতা সাখাওয়াত হোসেন শফিককে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন। বগুড়া সদরের বাসিন্দা শফিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁকে নিয়ে আট বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হলো। একই ক্ষমতাবলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবর্নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্বও বন্টন করে দিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, ডা. দীপু মনিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ. ড. হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগ এবং আফম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেনকে চট্টগ্রাম, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, এ্যাডভোকেট আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে এবং সাখাওয়াত হোসেন শফিককে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আটটি সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে। এর মধ্যে ২১ ডিসেম্বর কাউন্সিল অধিবেশন থেকেই পাঁচ জনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে গত ২৮ ডিসেম্বর এ পদে আরো দু’জনের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়ায় এ পদ সম্পূর্ণ হলো। রবিবার সম্পাদকমন্ডলীর প্রথম সভা ॥ এদিকে আগামী ১২ জানুয়ারি রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকমন্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×