ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ধর্ষক মজনুর “প্রতিকী ফাঁসি” কার্যকর করা হবে আজ

প্রকাশিত: ০১:২২, ৯ জানুয়ারি ২০২০

ঢাবিতে ধর্ষক মজনুর “প্রতিকী ফাঁসি” কার্যকর করা হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের ঘটনায় আটককৃত আসামী মজনুকে “প্রতিকী ফাঁসি”দেওয়ার কথা জানিয়েছে ডাকসু। বুধবার ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এক বোন ধর্ষণের শিকার হন। প্রথমে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই অতি দ্রুত ধর্ষককে গ্রেপ্তার করার জন্য। সেই সাথে আমরা দাবী জানাই অতি দ্রুত যেন এর বিচার কাজ সম্পন্ন করা হয় এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করা হয়। আমাদের দাবীকে সামনে রেখে আগামী ৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে স্থাপিত ‘নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চে’ ধর্ষক মজনুর প্রতিকী ফাঁসি প্রদান করা হবে। আমাদের এই প্রতিকী ফাঁসি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করার উদাত্ত আহবান জানাই। আমরা বিশ্বাস করি সমাজের সর্বস্তরের মানুষের ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানের প্রতিকী রূপ আমাদের এই কর্মসূচি প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে ‘ধর্ষক’ মজনুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
×