ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৩:০৬, ৭ জানুয়ারি ২০২০

পটিয়ায় অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে তিনটার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ক্বারী রশিদ আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ৬১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছেন। জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্বারী রশিদ আহমদের বাড়িতে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মো. ফারুক, মো. নুরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. সিরাজুল ইসলাম, মো. শাহজাহান, মো. হোসেন ও মো. ইউনুসের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৭টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে নগদ অর্থসহ ৬১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নগদ ২ হাজার টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে।
×