ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৩:৪৫, ৬ জানুয়ারি ২০২০

উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও বন্দুক উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর রাতে পালংখালী পূর্ব ফারিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো: ইসমাঈল ও মো: হেলাল উদ্দিন টেকনাফ উনচিংপ্রাং ২২নং ক্যাম্পের সি-৫ ব্লকের আশ্রিত রোহিঙ্গা। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, কতিপয় চোরাকারবারি ইয়াবার চালান নিয়ে দেশে প্রবেশ করার সংবাদে বিজিবি টহল দল পূর্ব ফারিরবিল এলাকায় অবস্থান নেয়। ভোর রাতে ৫-৬ জন লোক মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে টহলদল। তৎক্ষণাৎ তারা বিজিবি টহল দলকে লক্ষ করে এলোপাথারি গুলি বর্ষন শুরু করে। জানমাল রক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাননামা ২ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×