ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু বিপিএল ॥ জেতার জন্য খুলনার প্রয়োজন ১৭৩ রান

প্রকাশিত: ০৬:০১, ৩ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বিপিএল ॥ জেতার জন্য খুলনার প্রয়োজন ১৭৩ রান

অনলাইন ডেস্ক ॥ বঙ্গবন্ধু বিপিএলের দিনের পথম খেলায় আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ১৭২ রান। টস জিতে খুলনা বোলিং শুরু করে তানভির ইসলামের বাঁহাতি স্পিন দিয়ে। তামিম ইকবাল আদায় করে নেন দুটি বাউন্ডারি। এরপর আর বোলিংই পাননি তানভির। তৃতীয় ওভারে আক্রমণে আনা হয় মেহেদি হাসান মিরাজের অফ স্পিন। এবার তামিম ও এনামুল হকের ব্যাট থেকে আসে একটি করে ছক্কা। মিরাজেরও প্রথম ওভার হয়ে থাকে শেষ। ৫ ওভারে ঢাকার রান ছিল ৪৪। ষষ্ঠ ওভারে তামিমকে ফিরিয়ে খুলনাকে প্রথম উইকেট এনে দেন মোহাম্মদ আমির। পুল করতে গিয়ে আমিরের গতির কারণে ঠিকমতো খেলতে না পেরে তামিম ফেরেন ২৩ বলে ২৫ করে। ঢাকার পরের ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেননি রানের গতি। ১৩ বলে ১৫ করে এনামুল ফেরেন শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে, নষ্ট করে আসেন রিভিউ। আমিনুল ইসলাম বিপ্লবের ফিরতি ক্যাচে বিদায় নেন মেহেদি হাসান (৫ বলে ১)। থিসারা, ফাহিম, আসিফের মতো ব্যাটসম্যানদের বাইরে রেখে ঢাকা তখন ব্যাটিংয়ে পাঠায় আরিফুল হককে। এক প্রান্ত আগলে রাখার জন্য আগে থেকেই উইকেটে ছিলেন মুমিনুল হক। দুজন জুটি গড়ে তোলেন, কিন্তু রানের গতিতে দম দিতে পারেননি। ৫৬ রানের জুটি গড়তে দুজন খেলে ফেলেন ৪৭ বল! শেষ পর্যন্ত ৩৬ বলে ৩৮ করে বিদায় নেন মুমিনুল। তার আউটই আশীর্বাদ হয়ে আসে ঢাকার জন্য। উইকেটে যাওয়া আসিফের ব্যাটে দ্রুত বাড়ে দলের রান। শেষ ওভারে শফিউলকে তিনটি ছক্কায় ওড়ান তিনি। শেষ দিকে একটি ছক্কা মেরে আরিফুল চেষ্টা করেন তার রান ও বলের ফারাক বাড়াতে। তারপরও তার ৩৭ রানের ইনিংসে বল খেলেছেন ৩০টি। খুলনার শহিদুল ছিলেন খরুচে। তবু করেন ৪ ওভার। তিন স্পিনার তানভির, মিরাজ ও বিপ্লব মিলে করেন ৪ ওভার। ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৭২/৪ (তামিম ২৫, এনামুল ১৫, মুমিনুল ৩৮, মেহেদি ১, আরিফুল ৩৭*, আসিফ ৩৯*; তানভির ১-০-৮-০, ফ্রাইলিঙ্ক ৪-০-১৮-০, মিরাজ ১-০-১৫-০, আমির ৪-০-২৭-২, শহিদুল ৪-০-৪১-০, শফিউল ৪-০-৪৪-১, বিপ্লব ২-০-১৫-১)।
×