ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা-পুলিশের লড়াইয়ে ফাইনালে উঠবে কারা?

প্রকাশিত: ০১:৪৫, ৩ জানুয়ারি ২০২০

বসুন্ধরা-পুলিশের লড়াইয়ে ফাইনালে উঠবে কারা?

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দলই নবাগত। তবে শক্তির বিচারে এক দল খুবই শক্তিশালী। এক মৌসুম আগে আত্মপ্রকাশ করে (২০১৭ সালে চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়) বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং স্বাধীনতা কাপের শিরোপা জিতে জানান দিয়েছিল নিজেদের আগমনী বার্তা। অপর দলটি এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলবে। দলটির নাম বসুন্ধরা কিংস। অপর দলটি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তারা বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক ক্লাব নামেও পরিচিত। ক্লাবটি ঢাকায় অবস্থিত ও বাংলাদেশ পুলিশের অর্থায়নে পরিচালিত। ১৯৯৮ সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সার্ভিসেস দলটি খেলেছিল। ২০১৩ সালে দ্বিতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে এবং ২০১৫ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার যোগ্যতা অর্জন করে তারা। ২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে অংশ নেয়ার সুযোগ পায় পুলিশ এফসি। দুটি দলই কাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে পরস্পরকে মোকাবেলা করবে। এই আসরে গতবার বসুন্ধরা ফাইনালে হেরেছিল ঢাকা আবাহনীর কাছে ৩-১ গোলে। ঘরোয়া ফুটবলের এই অধরা ট্রফিটি জিততে তারা এবার বেশ মরিয়া। তবে তাদের এই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে পুলিশ। কালকের ম্যাচ নিয়ে বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আমাদের দলটি পরিকল্পিত ফুটবল খেলবে। এমনিতে আমরা আগের ম্যাচগুলোতে আক্রমণে এগিয়ে ছিলাম। এখন ট্যাকটিক্স অনুযায়ী খেলতে পারলেই আমরা ফাইনালে যেতে পারবো।’ ব্রুজোন আরও বলেন, ‘প্রতি ম্যাচেই আমরা গোলের সুযোগ পাচ্ছি। কিন্তু সেভাবে গোল আসছে না। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি এই ম্যাচে খেলোয়াড়েরা উজ্জীবিত হয়ে খেলবে। প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করে এই ম্যাচে গোল পাবে। আমাদের দলে সেই মানের খেলোয়াড় আছে।’ পুলিশে সাইপ্রাস কোচ নিকোলাস ভিতোরোভিচ বলেন, ‘বসুন্ধরার সঙ্গে আমাদের তুলনা হয় না। ওরা সবদিক থেকেই এগিয়ে আছে। ওদের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী। ইচ্ছে করলেই ওরা পূর্ণশক্তির দল নামাতে পারে। সেক্ষেত্রে আমরা তো পিছিয়ে আছি। তারপরেও আমাদের লক্ষ্য থাকবে জয়।’ নিকোলাস আরও বলেন, ‘আমার খেলোয়াড়েরা যেকোনও সময় ম্যাচের গতি বদলে দিতে পারে। সেই বিশ্বাস আছে। তাই ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতেই পারি। এই ম্যাচ জিততে পারলে তা হবে বড় সাফল্য।’ পুলিশ দলের মূল শক্তি তাদের মার্কিন ফরোয়ার্ড সিডনি রিভেরা। এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ গোল তিনিই করেছেন। তিনি ব্রাজিলিয়ান সুপারস্টার কাকার সতীর্থ ফুটবলার। চার বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল অরল্যান্ডো সিটিতে ব্রাজিলের কাকার সঙ্গে খেলেছিলেন তিনি। এছাড়া পুলিশ দলে আছেন ৩০ বছর বয়সী ডিফেন্ডার আর্তুর মুলাজানভের কিরগিজস্তান জাতীয় দলের হয়ে ৭ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন। কিরগিজ ২১ বছর বয়সী আয়দার মামবেতালিভ খেলে থাকেন মাঝমাঠে। অন্যজন ২৮ বছর বয়সী বুলগেরিয়া এ্যান্তোনিও লাসকোভ খেলেন রক্ষণভাগে। আর কিংসের ভরসা তাদের অধিনায়ক-উইঙ্গার ড্যানিয়েল কলিনড্রেস। ২০১৮ নামিয়া বিশ্বকাপে খেলেছেন কোস্টারিকার হয়ে। এছাড়াও আছেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশোবেকুভ এবং আর্জেন্টাইন ডিফিন্ডার নিকোলোস দেলমন্তের মতো কুশলী ডিফেন্ডার। এছাড়া দলে আছেন জাতীয় দলে খেলা আট ফুটবলার। এখন দেখার বিষয়, কালকের ম্যাচে কে জেতে- ফেভারিট বসুন্ধরা কিংস, নাকি আন্ডারডগ বাংলাদেশ পুলিশ।
×