ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনালদোর হেডে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০১:৫০, ১৯ ডিসেম্বর ২০১৯

রোনালদোর হেডে জুভেন্টাসের জয়

অনলাইন ডেস্ক ॥ দুর্দান্ত ভলিতে পাওলো দিবালাই এগিয়ে দিয়েছিলেন জুভেন্টাসকে। জিয়ানলুকা কাপরারি সমতায় ফেরান সাম্পদোরিয়াকে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো দলকে এগিয়ে নিতে খুব সময় নেননি। প্রথমার্ধেই ম্যাচের মীমাংসা হয়ে গেছে। বুধবার রাতে দিবালা আর রোনালদোর গোলে ভর করে ইতালিয়ান সিরিআ'য় ঘরের মাঠের সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। যে ম্যাচে রেকর্ড গড়েছেন জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ম্যাচের ১৯ মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। আলেক্স সান্দ্রোর পাস ডি-বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩৫ মিনিটে সমতায় ফেরে সাম্পদোরিয়া। ডি-বক্সে জুভেন্টাস বল ক্লিয়ার করতে না পারায় ফাঁকায় পেয়ে দূর থেকে জোরালো এক শট নেন জিয়ানলুকা কাপরারি। সেটি চোখের পলকে জড়িয়ে যায় জালে। প্রথমার্ধেই খেলা তখন প্রায় শেষের দিকে। ৪৫ মিনিটে রোনালদোর দুর্দান্ত হেডে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। সান্দ্রোর বাড়ানো ক্রসে লাফিয়ে ওঠে জোরালো এক হেড নেন পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ওই ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে জুভরা। এটি ছিল বুফনের ক্যারিয়ারের স্মরণীয় এক রাত। বর্ষীয়ান এই গোলরক্ষক এদিন সিরিআ'তে পাওলো মালদিনির ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন। জুভেন্টাসের হয়ে গোলরক্ষক হিসেবে ৪৭৯ ম্যাচ খেলার নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। এই ম্যাচ শেষে ১৭ খেলায় ১৩ জয় আর ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান।
×