ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেবাননের প্রধানমন্ত্রী হতে চান না সাদ হারিরি

প্রকাশিত: ০০:৩০, ১৯ ডিসেম্বর ২০১৯

লেবাননের প্রধানমন্ত্রী হতে চান না সাদ হারিরি

অনলাইন ডেস্ক ॥ লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি আর দেশটির প্রধানমন্ত্রী হতে চান না। তিনি জানিয়েছেন, দেশটির শীর্ষ পদে তিনি আর থাকতে চান না। প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রায় দুই মাস পর তিনি এই ঘোষণা দিলেন। দেশটিতে সাম্প্রতিক সময়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হারিরি। তবে তিনি দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে হারিরি বলেছিলেন যে, তিনি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। দেশটির মন্ত্রিপরিষদ এবং প্রেসিডেন্ট মিশেল আউয়ের মধ্যে কয়েক দফা বৈঠকের পরেই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এ বিষয়ে সময় ক্ষেপণ করতে চান না সাদ হারিরি। তবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা এখনও পরিষ্কার নয়। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় দু'মাস ধরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে। হারিরি সরকারের পতন চেয়েই রাজপথে বিক্ষোভ শুরু হয়। দেশের অর্থনীতি এবং আর্থিক সঙ্কটের জন্য ক্ষমতাসীন সরকারকে দায়ী করে আসছে বিক্ষোভকারীরা। চলমান সঙ্কট মোকাবেলায় আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
×