ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধ ফেন্সিডিলসহ রেলওয়ে কর্মচারী আটক

প্রকাশিত: ১০:০০, ১৮ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধ ফেন্সিডিলসহ রেলওয়ে কর্মচারী আটক

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রেলওয়ে কর্মচারী আহসান হাবিব (৩০) ও সামছুল ইসলামকে (২৮) আটক করেছে। আটক আহসান হাবিব চুয়াডাঙ্গা সদর উপজেলার আরামপাড়ার তাজুল ইসলামের ছেলে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান দর্শনায় কর্মরত ও সামছুল ইসলাম দর্শনা মোবারকপাড়ার আব্দুল মালেকের ছেলে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোবারকপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, গোপনে সংবাদ পেয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানসহ একদল পুলিশ সদস্য দর্শনা মোবারকপাড়ায় অবস্থান নেয়। ওই পুলিশ সদস্যরা দর্শনা হল্ট রেলওয়ে ষ্টেশনের দিকে যাওয়া একটি রিক্সা ভ্যানের গতিরোধ করে। এ সময় রিক্সাভ্যানে থাকা আরোহীদের একটি লাল রঙের ট্রলির ভিতরে তল্লাশী চালিয়ে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিলসহ রেলওয়ে ওয়েম্যান আহসান হাবিব ও সামছুল ইসলামকে আটক করে তারা। দর্শনা রেলওয়ে ষ্টেশনে কর্মরত ওয়েম্যান আহসান হাবিবের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে আরো একটি মামলা আছে বলে তিনি। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
×