ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে অপহরনের তিনদিন পর কালিয়াকৈর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৯

টঙ্গীতে অপহরনের তিনদিন পর  কালিয়াকৈর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী থেকে অপহরনের ৩ দিন পর বুধবার গাজীপুর কালিয়াকৈরের বেনুপুর থেকে সৌদি প্রবাসীর গলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম রবিন (৪২)। নিহতের দেশের বাড়ি বি-বাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাররার গ্রামে। পিতার নাম আব্দুল হালিম। সে দত্তপাড়ার চাঁনকিরটেক এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতো। অপহরণ ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল ও কাউছার নামে ২ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক ও এসআই শাহিন মোল্লা এবং নিহতের আত্মীয়স্বজনরা জনকন্ঠকে জানান, ১১ নভেম্বর তিন মাসের ছুটিতে সৌদি থেকে রবিন বাংলাদেশে আসেন। ১৫ ডিসেম্বর সকালে বাজারে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। নিহতের স্ত্রী নাসরিন আক্তার থানায় প্রথমে একটি নিখোঁজ ডায়েরী পরে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করলে অপহরণ ও হত্যাকান্ডের ঘটনাটি বেরিয়ে আসে। কি কারনে প্রবাসী রবিনকে অপহরণ শেষে হত্যা করা হয়েছে তা উদঘাটেেন গ্রেফতারকৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে পুলিশদ্বয় জানিয়েছেন।
×