ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার : ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৯

লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখের কিল্লা  স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার     : ভূমিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখের কিল্লা স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বুধবার দুপুরে উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শেখের কিল্লা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। ১৯৭২ সালের ২০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ অবকঠামো উন্নয়ন পরদির্শনে এসে রামগতিতে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি নিজে মাটি কেটে ওই কিল্লা তৈরির কাজ শুরু করেন। তখন থেকে কিল্লাটি শেখের কিল্লা নামে পরিচিত। পরিদর্শন শেষে স্থানীয় গুচ্ছগ্রাম নুরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেণ, এ ছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি, ভূমি সচিব মাকছুদুর রহামন পাটওয়ারী, অতিরিক্ত সচিব আব্দুল হক, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক জাবেদ হোসেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজাম্মান প্রমূখ। সমাবেশে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।
×