ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলো এলাকার উন্নয়নে অবদান রাখছে

প্রকাশিত: ০৯:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৯

সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলো এলাকার উন্নয়নে অবদান রাখছে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ বর্তমান সরকার নিজস্ব উন্নয়নের পাশাপাশি দেশী বিদেশী বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীতে হ্যাবিট্যাট ও আরআরএফ যে উন্নয়ন কর্মকা- করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে তারা উন্নয়ন কর্মকা- গুলো করছে এই কর্মকা- গুলো আরো বৃদ্ধি করার জন্য আহবান জানিয়ে বলেন, অবহেলিত বাঁশখালীর উন্নয়নে বর্তমান সরকারের বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাঁশখালী একদিন আধুনিক এবং মডেল বাঁশখালীতে পরিণত হবে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদ মাঠে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ ও কোরিয়ার সহযোগিতায় পরিচালিত আরআরএফ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন (টিউবওয়েল, বাথ হাউজ ও স্যানিটারী ল্যাট্রিন স্থানান্তর) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপরোক্ত কথা গুলো বলেন। শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়–য়া (পিএইচডি), উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, হ্যাবিট্যাটের কর্মকর্তা পাবলো আমোস হালদার। আরআরএফ এর প্রশিক্ষণ কর্মকর্তা সাংবাদিক কল্যাণ বড়–য়া মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আরআরএফ এর সাইট ডিরেক্টর অরুণ সর্দার, প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন হ্যাবিট্যাটের প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাশ। আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে টিউবওয়েল, বাথ হাউস ও স্যানিটারী ল্যাট্রিনের স্থানান্তর সার্টিফিকেট ও টি-শার্ট ক্যালেন্ডার প্রদান করা হয়।
×