ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিতর্কিত রাজাকার তালিকা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৯

বিতর্কিত রাজাকার তালিকা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় প্রকাশিত বিতর্কিত রাজাকার তালিকা বাতিল করার দাবিতে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ সান্তাহারস্থ উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ খান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী, সান্তাহার পৌর আ.লীগের সভাপতি আবুল কাসেম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর, আব্দুল হান্নান, আব্দুল আলিম. আবুল খায়ের সহ বেশ কিছু মুক্তিযোদ্ধা এবং বিতর্কিত তালিকায় নাম থাকা মুক্তিযুদ্ধের প্রায় ডজনখানেক সংগঠক, মুক্তিযোদ্ধা এবং তৎকালিন আ.লীগ নেতাদের পরিবারের সদস্য আ.লীগের সহযোগী সংগঠনের নেতাগণ। লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ২বারের সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ছিলেন বগুড়া-জয়পুরহাট জেলার গভর্ণর। তিনি ৬ বছর বগুড়া জেলা ও ৪৪ বছর আদমদীঘি উপজেলা আ.লীগের সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে পশ্চিম বগুড়া এলাকার মানুষ স্বাধীনতা যুদ্ধে সংগঠিত হয়েছিলেন। তিনি ছাড়াও বিতর্কিত রাজাকারের তালিকায় আওয়ামী লীগের যে সব নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয়েছে তাঁরা সকলেই আওয়ামী লীগের নিবেদিন প্রাণ। এসব নন্দিত মানুষের নাম রাজাকারের তালিকায় প্রকাশিত হওয়ায় সমগ্র উপজেলার মানুষ চরমভাবে ক্ষুদ্ধ ও অপমানিত হয়েছে। এর পুর্বে সান্তাহার রেলওয়ে চত্বরে নির্মিত স্বাধীনতা স্মৃতি মঞ্চ প্রাঙ্গনে অবস্থান কর্মসুচি পালন করা হয়। সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসুচিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী মানুষের ঢল নামে। উল্লেখ্য বিতর্কিত রাজাকার তালিকায় নাম এসেছে পশ্চিম বগুড়ার মুক্তিযুদ্ধের সংগঠক কছিম উদ্দিন আহমেদ, মজিবর রহমান আক্কেলপুরী, ফরেজ উদ্দিন মাস্টার, মজিবর রহমান মাস্টার, তাহের উদ্দিন মাস্টার, ডা. মহসিন আলী মল্লিক, হবিবর রহমান, নজিবর রহমান সরদার, মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর ও আমিরুল ইসলাম সহ তৎকালিন আওয়ামী লীগের বেশ কিছু নেতার নাম। ওই সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসুচি থেকে অবিলম্বে বিতর্কিত রাজাকার তালিকা বাতিল এবং চিহ্নিত রাজাকার ও পিস কমিটির সাথে সংশ্লিষ্ঠদের তালিকা প্রকাশের দাবি করা হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসুচি পালন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। পরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
×