ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ৭৭০ চাষী পেল রবি প্রণোদনার বীজ ও সার

প্রকাশিত: ০২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৯

কলাপাড়ায় ৭৭০ চাষী পেল রবি প্রণোদনার বীজ ও সার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় রবি প্রণোদনা হিসেবে ৭৭০ চাষীকে বীজ ও সার প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। ইউএনও মো. মুনিবুর রহমান ছাড়াও কৃষিকর্মকর্তা আব্দুল মান্নান বক্তব্য রাখেন। প্রত্যেক চাষীকে এক বিঘা জমিতে আবাদ করার মতো বীজ ও সার প্রদান করা হয়। কৃষি অফিস সুত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নের ৪০০ চাষীকে দুই কেজি করে ভূট্টার বীজ, ৩০ কেজি সার। ১০০ চাষীকে ১০ কেজি করে চীনাবাদাম বীজ, ১৫ কেজি সার। ৫০ চাষীকে দেড় কেজি করে সূর্যমূখীর বীজ ও ৩০ কেজি সার। ১২০ চাষীকে শীতকালীন মূগ ডালের বীজ ও ১০০ চাষীকে গ্রীষ্মকালীন মূগ ডালের বীজ এবং ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে। এসব প্রণোদনা পেয়ে কৃষকরা রবিশস্য চাষাবাদে উৎসাহী হয়েছে।
×