ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সংরর্ষে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ১

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ ডিসেম্বর ২০১৯

হবিগঞ্জে সংরর্ষে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের উপজেলা সদরের সুখর গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে আব্দুল কদ্দুছ (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সংশ্লিস্ট গ্রামের মৃত টেকাই মিয়ার ছেলে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের আব্দুল কদ্দুছের সাথে একই গ্রামের তরুন ও বরুন দাশের বাড়ীর জমি সংক্রান্ত জটিলতা নিয়ে বিরোধ চলছিল। ওই দিন বিকেলে তরুণ-বরুণ বিরোধপূর্ণ বাড়ীর পুকুরে মাছ ধরতে যায়। এসময় কদ্দুছ মিয়া বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তুমুল সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে কদ্দুছ মিয়া ঘটনা স্থলেই প্রতিপক্ষের হাতে নিহত হন। এ ঘটনায় সংশ্লিস্ট গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ রয়েছে সতর্কাবস্থায়।
×