ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫০, ১৭ ডিসেম্বর ২০১৯

হাতিয়ায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্বসংবাদদাতা,হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় দুদিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়ার ১১টি ইউনিয়নের মধ্যে নলচিরা ও তমরদ্দি দুটি ইউনিয়নের ইউপি সদস্যরা এতে অংশগ্রহন করেন। প্রশিক্ষনের শুরুতে অংশগ্রহনকারীদের মধ্যে গ্রাম আদালত বিষয়ে বাংলাদেশের আইন এর বিভিন্ন অনুচ্ছেদ এর ধারনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া সহকারী কমিশনার ভ’মি সারোয়ার সালাম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আশরাফ উদ্দিন, জেলা সমন্বয়কারী আজগর আলী আরজু। সকাল থেকে শুরু হয়ে এ প্রশিক্ষন বিকাল পর্যন্ত চলে। মঙ্গলবার ও বুধধবার দুদিন এ প্রশিক্ষন চলবে।প্রথম গ্রুপে দুটি ইউনিয়ন হলে ও পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের সদস্যদের এ প্রশিক্ষন দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
×