ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে নানা আয়োজন

প্রকাশিত: ০৪:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৯

ঈশ্বরদীতে মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ সোমবার গভীর রাত পর্যন্ত ব্যাড মিন্টন,ভলিবল,ফুটবল ম্যাচ খেলা ও পুরস্কার বিতরনী ও আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরুর সৌজন্যে শীতার্থদের মধ্যে কম্বল বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদক মুক্ত সুস্থ সমাজ গঠন ও বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং পুরস্কার ও কম্বল বিতরণ করেন, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না। বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগ নেতা প্রতিষ্ঠানের উপদেষ্টা ইদ্রিস আলী মন্ডল, জাতীয় সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি এএ আজাদ হান্নান,জাতীয় সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক বাপ্পী রায়হান,সমাজ কর্মী মোয়াজ্জেম হোসেন । প্রতিষ্ঠানের সভাপতি এহসানুল কবীর শিমুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তানহা ইসলাম,মহিদুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরুর সৌজন্যে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ব্যাড মিন্টন খেলায় মোট বারো দল অংশ নেয়। চুড়ান্ত খেলায় দীপ্ত- শিহাব গ্রুপ ১৫-৭ পয়েন্টে অনিক-আকাশ গ্রুপকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
×