ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কূটনীতিক বহিষ্কার করায় যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

প্রকাশিত: ২২:২৯, ১৭ ডিসেম্বর ২০১৯

কূটনীতিক বহিষ্কার করায় যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দুই কূটনীতিককে বহিষ্কার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বেইজিং। স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে প্রবেশের দায়ে এ বছর খুব গোপনীয়তার সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হয়। চীন বলছে, কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে ওয়াশিংটন ভুল পদক্ষেপ নিয়েছে এবং তা তাদেরকে সংশোধন করতে হবে। সোমবার (১৬ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র গেং শুয়াং এসব কথা বলেন। চলতি বছরের গোড়ার দিকে নিরাপত্তা বিধি ভেঙে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য ওই কূটনীতিকদের বহিষ্কার করা হয়। গত রবিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এমন তথ্য প্রকাশ পায়। এতে বলা হয়েছে, ‘ওয়াশিংটন গোপনে চলতি বছরের গোড়ার দিকে চীনা দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত দুই কর্মকর্তার একজন কূটনীতিকের ছদ্মবেশে গোয়েন্দাবৃত্তি করতেন বলে ধারণা করা হয়।’ নিউ ইয়র্ক টাইমসের এ প্রতিবেদন প্রকাশের পর কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং অভিযোগ করেন, মার্কিন সরকার চীনা কূটনীতিকদের বহিষ্কারের ক্ষেত্রে বাস্তবতাকে চরমভাবে অপমান করেছে। গেং শুয়াং বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা জোরালোভাবে মার্কিন সরকারকে তাদের ভুল সংশোধনের আহ্বান জানাবো এবং কূটনীতিকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করার জন্য বলবো।’ এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিৎ কুটনীতিকদের প্রতি সদাচারণ করা, তাদের অধিকারকে রক্ষা করা।’
×