ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

* উদ্ধারে সরকারি হস্তক্ষেপ চায় পরিবার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি প্রভাবশালীদের দখলে

প্রকাশিত: ০৪:১৭, ১৬ ডিসেম্বর ২০১৯

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি প্রভাবশালীদের দখলে

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার জগথা মৌজায় সরকারি কলেজের উত্তর পার্শ্বে অলিম্পিয়া অটোমেটিক রাইস মিলের ভিতরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ওই মৌজায় ৪৪৭ নং খতিয়ানে ৫৯৭নং দাগে ১৪.৯৯ একর জমির মধ্যে ৭.৯৯ একর জমি ভাকুড়া গ্রামের মৃত জমির উদ্দিন এর পুত্র ফজলার রহমানের নামে এস.এ রেকর্ড রয়েছে। উক্ত জমি সংলগ্ন ২৭নং এস.এ খতিয়ানে ৬০৩ ও ৬১১নং দাগে বিশ্বনাথ রাইস মিল নামে ৩.৮০ একর জমি এস.এ খতিয়ানে নাম রয়েছে। বিশ্বনাথ রাইস মিলের মালিক বিশ্বনাথ মারোয়ারী ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওয়ার সময় উক্ত মিল ছেড়ে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে উক্ত মিল ও জমি দিনাজপুর জেলার বাসুনিয়া পট্টির গোপী কৃষাণ দাগা নামক এক ব্যক্তি তৎকালীন পাকিস্তান সরকারের কাছ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে মিলটি ভাড়া নেয়। গোপী কৃষাণ দাগা মিল ভাড়া নেওয়ার পর সরকারের শর্ত ভঙ্গ ও নিয়ম নীতি তোয়াক্কা না করেই ও প্রতারণা মূলক ভাবে উক্ত মিল ও জমি সহ দিনাজপুর জেলার জনৈক আজিজুল হক চৌধুরী এর নিকট দলিল মুলে বিক্রয় করেন। এছাড়া ২১নং এস,এ খতিয়ানের ৬.৫১ একর ফজলার রহমানের জমি প্রতারণা মূলক ভাবে ১৯৫৫ সালে গোপী কৃষাণ দাগা কতিপয় সরকারী কর্মকর্তাকে ম্যানেচ করে অবৈধ ভাবে ফজলার রহমানের জমি অধিগ্রহণ করেন। আজিজুল হক চৌধুরী উক্ত জমি বে-আইনী ভাবে ক্রয় করিয়া ১৯৭৭-৭৮ অর্থ বছরে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে নাম খারিজ করেন। খারিজ নং রী/১৬৯/৭৭-৭৮। বিশ্বনাথ রাইস মিলের নাম পরিবর্তন করে বর্তমানে অলিম্পিয়া অটোমেটিক রাইস মিল নাম করণ করা হয়েছে। ২১নং এস,এ খতিয়ানের ৫৯৭নং দাগে ৬.৫১ একর জমির প্রকৃত মালিক মরহুম ফজলার রহমান হওয়ায় তার পুত্র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর ভাই সিরাজুল ইসলাম ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিকানা দাবী করে গত ২৫/২/২০০৭ সালে উক্ত নাম খারিজ বাতিলের জন্যে পীরগঞ্জ ভূমি অফিসে আবেদন করেন। দীর্ঘ শুনানি ও উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা শেষে প্রভাবশালী আজিজুল হক চৌধুরীর নাম খারিজটি বে-আইনী পন্থায় ও আইন সিদ্ধ না হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) পীরগঞ্জ গত ১/৭/২০০৮ইং তারিখে নাম খারিজটি বাতিল করেন। বিশ্বনাথ মারোয়ারী ও ফজলার রহমানের জমিতে আজিজুল হক চৌধুরী এর প্রভাবশালী পুত্র রেজা হুমায়ুন ফারুক চৌধুরী অলিম্পিয়া অটোমেটিক রাইস মিল নির্মাণ করিয়া ধান চাল ব্যবসা করছেন। এছাড়া তার ভাই প্রভাবশালী আজিজুল ইমাম চৌধুরী সরকারী সার ডিলার নিয়োগ প্রাপ্ত হইয়া বৃহৎ আকারে সার ব্যবসা করছেন উক্ত জমিতে। অবশিষ্ট সিংহ ভাগ জমিতে বাণিজ্যিক ভাবে বিশাল লিচু ও আম বাগান করেছেন। একাধিক ও বিশ্বস্থ সূত্রে জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ওই মিলের ভিতরে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প ও টর্চার সেল করা হয়েছিল। অসংখ্য মানুষকে নির্যাতন করে সেখানে পাকিস্তানিরা গণকবর দিয়েছিল। এ ব্যাপারে রেজা হুমায়ুন কবির চৌধুরীর মতামত জানতে চাওয়া হলে, তিনি মন্তব্য দিতে অসম্মতি জ্ঞাপন করেন। এস.এ রেকর্ডী মালিক ফজলার রহমানের সম্পত্তি তার পরিবারের কাছে হস্তান্তর করা ও অবশিষ্ট জমি নিয়ম অনুযায়ী সরকারি সম্পত্তি হওয়ায় সরকারের দখলে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে এলাকার সুশীল সমাজ জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×