ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রকাশিত: ০৪:০৭, ১৬ ডিসেম্বর ২০১৯

নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটির প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পটুয়াখালী পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আবুল কাশেম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মার্চপাষ্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জতীর শান্তি ও অগ্রগতিকামনায় বিভিন্ন মসজিদের দোয়া-মিলাদ আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপসানালয়ে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন। এর বাইরে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
×