ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২২

প্রকাশিত: ২৩:৩২, ১৬ ডিসেম্বর ২০১৯

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২২

অনলাইন ডেস্ক ॥ আফ্রিকার কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ নারীসহ অন্তত ২২ কৃষক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির উত্তরাঞ্চলের রাজধানী বেনিতে অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়। ডিআর কঙ্গোর ওই অঞ্চলটির প্রশাসক দোনাত কিবাওয়ানা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে আলজাজিরার প্রতিবেদেন বলা হচ্ছে, ডিআর কঙ্গোতে চলতি মাসে বেশ কিছু ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে সর্বশেষ এই হামলা একটি। রবিবার এএফপিকে প্রশাসক দোনাত কিবাওয়ানা বলেন, হামলার পর মরদেহগুলো উদ্ধারের জন্য একদল লোক কাজ করছে এবং তাদেরকে সম্মানের সহিত সমাহিত করা হবে। বেনির সুশীল সমাজের ভাইস প্রেসিডেন্ট নোয়েলা কাটসোঙ্গারওয়াকি বলেন, নিহতরা সবাই কৃষক যার মধ্যে ১৩ জনই নারী।
×