ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেটমায়ার ও হোপের সেঞ্চুরিতে ভারতকে হারাল উইন্ডিজ

প্রকাশিত: ১২:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৯

হেটমায়ার ও হোপের সেঞ্চুরিতে ভারতকে হারাল উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন কায়রন পোলার্ড। মন্থর উইকেটে আট উইকেটে ২৮৭ তুলেছিল ভারত। জবাবে দুই উইকেট হারিয়ে ২৯১ রান করে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। একই সঙ্গে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন শাই হোপ। ৮৫ বলে ওয়ানডে কেরিয়ারের পঞ্চম শতরান পূর্ণ করেন হেটমায়ার। ১০৬ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে যখন ফিরলেন, তখন জেতার ৬৮ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৫৯ রান। হাতে আট উইকেট। মানে দলকে জয়ের দোরগেড়ায় পৌঁছে দিয়েই ড্রেসিংরুমে ফিরলেন তিনি। পরে জয়ের জন্য বাকি কাজটা সারলেন শাই হোপ ১০২ রানে অপরাজিত থেকে। মূলত হেটমায়ারের দাপটেই ২৮৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করে চালকের আসনে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। দীপক চহারের বলে সুনীল এ্যামব্রিস (৯) এলবিডব্লিউ হওয়ার পর দ্বিতীয় উইকেটে শাই হোপের সঙ্গে হেটমায়ার যোগ করলেন ২১৮ রান। এই জুটিই ভারতের জয়ের আশায় পানি ঢালল। অবশ্য হেটমায়ারের ক্যাচ পড়েছিল। মিসফিল্ড, ওভারথ্রো-ও হলো। কিন্তু হেটমায়ারের ইনিংসের ঔজ্জ্বল্য তাতে ফিকে হয়নি। তার হাফ সেঞ্চুরি এসেছিল ৫০ বলে। তার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন তিনি। তার ১৩৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও সাতটি ছয়। সে তুলনায় মন্থর গতিতে ব্যাট করছিলেন হোপ। তার ৫০ রান আসে ৯২ বলে। অবশ্য এরপর সাবলীল খেলা খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার আগে লড়াই করার মতো রান তুলেছিল ভারত। ৫০ ওভারে বিরাট কোহলির দল করেছিল ৮ উইকেটে ২৮৭ রান। ইনিংসের শুরুতেই রথী-মহারথীদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ৮ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
×