ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্দা নামল আন্তর্জাতিক ব্যাডমিন্টনের

প্রকাশিত: ১০:২৬, ১৬ ডিসেম্বর ২০১৯

  পর্দা নামল আন্তর্জাতিক ব্যাডমিন্টনের

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের এককের পুরুষ বিভাগে সাবেক জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন ভারতের লক্ষণ সেন এবং মহিলা এককে ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে ভারতের লক্ষণ সেন ২২-২০ ও ২১-১৮ সরাসরি সেটে মালয়েশিয়ার লিওনঙ্গ জুন হাওকে পরাজিত করেন। মহিলা এককের ফাইনালে আমেরিকার ক্রিস্টাল প্যানকে ৮-২১ ও ২১-১৬ সরাসরি সেটে হারিয়েছেন ভিয়েতনামের থুই লিন্হ নঙ্গুইয়ান। এদিকে মহিলা বিভাগের দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে পেরে ওঠেনি ভারতের মহিলা শার্টলাররা। মালয়েশিয়ার ত্যান পিয়ারলি কুনঙ্গ ও থিনাহ মুরালিধরান ২২-২০ ও ২১-১৯ সরাসরি সেটে ভারতের মনিষা ও রুতাপার্না পান্ডাকে হারিয়ে শিরোপা জয় করে। অপরদিকে পুরুষ বিভাগের দ্বৈতে ভারতের এম. আর. আরজুন ও ধ্রুব কাপালিকে ২১-১৯ ও ১৬-২১ সরাসরি সেটে হারিয়ে মালয়েশিয়ার ইয়া জুন চ্যানঙ্গ ও কাই ওয়াঙ্গ টি শিরোপা জিতে নেন। এছাড়া মিশ্র দ্বৈতের ফাইনালে ছিলেন অল মালয়েশিয়ান। হু প্যান রুন ও চিহা ইয়া সি ২১-৮ ও ২১-১৯ সরাসরি সেটে স্বদেশী চুনঙ্গ হুন জিয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাঃ এইচ.বি.এম. ইকবাল পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৃষ্ঠপোষক আকাশ ডিটিএইচ-এর হেড অব প্ল্যানিং জিয়া হাসান খান। উল্লেখ্য, মঙ্গলবার থেকে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে। এ আসরে ৫টি দেশ স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল ও থাইল্যান্ডের ৫২ খেলোয়াড় অংশ নেবে। এর মধ্যে পুরুষ ৩২ এবং মহিলা ২০ জন খেলোয়াড়।
×