ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের হার ২৯৬ রানে

অস্ট্রেলিয়ার দাপুটে জয় পার্থ টেস্টে

প্রকাশিত: ১০:২৬, ১৬ ডিসেম্বর ২০১৯

 অস্ট্রেলিয়ার দাপুটে জয় পার্থ টেস্টে

স্পোর্টস রিপোর্টার ॥ পার্থে ডে-নাইট টেস্টে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়েছে টিম পেইনের দল। প্রথম ইনিংসে ৪১৬ রান করা অসিরা ৯ উইকেটে ২১৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৪৬৮ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে রবিবার চতুর্থদিনে ১৭১ রানে অলআউট হয় সফরকারী কিউইরা। তার আগে নিজেদের প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের দল গুটিয়ে গিয়েছিল ১৬৬ রানে। ৫ ও ৪ মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ১.২ ওভার বোলিং করে চোট নিয়ে মাঠ ছাড়ার পর জশ হ্যাজলউড আর বোলিং করতে পারেননি। কার্যত তাই তিনজন স্পেশালিস্ট বোলার নিয়েই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ২০১৫ সালে ডে-নাইট টেস্টের প্রচল হওয়ার পর এ পর্যন্ত খেলা নিজেদের ৭টি ডে-নাইট টেস্টের সবকটিতেই সাফল্য তুলে নিল অসিরা। ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। রবিবার চতুর্থদিনের শুরুটা ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং দিয়ে। ৬ উইকেটে ১৬৭ রানে ব্যাটিংয়ে নেমে তারা ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২১৭ রান নিয়ে। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর টিম সাউদি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ টেস্ট খেলে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন এই অভিজ্ঞ পেসার। উইকেটে ততক্ষণে বোলারের বুটের আঘাতে তৈরি হয়েছে যথেষ্ট ক্ষত। ব্যাটিং হয়ে উঠেছে কঠিন। স্টার্ক ও লেয়নের বোলিং কিউইদের কাজ কঠিন করে তোলে আরও। কোন ব্যাটসম্যান ছাড়াতে পারেননি ৪০ রান, পঞ্চাশ ছুঁয়েছে কেবল এক জুটি। ষষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোম যোগ করেন ৫৬ রান। এই জুটি ভাঙ্গার পর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে দলের ইনিংস। ১৭ রানের মধ্যে হারায় তারা শেষ ৫ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা স্টার্ক। ৬ শিকারে তাতে গুরুত্বপূর্ণ অবদান স্পিনার নাথান লেয়নের। পার্থ টেস্টটা ডেভিড ওয়ার্নারের ব্যক্তিগত অর্জনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ইনিংসে ৪৩-এর পর দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১৯ রান করে আউট হওয়ার পথে ১০ রান করে সাত হাজারি ক্লাবে নাম লেখিয়েছেন তুখোড় এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছাড়িয়ে যান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে (৬৯৯৬)। ওয়ার্নার মাইলফলক ছুঁলেন ৮২তম টেস্টে। ৬অস্ট্রেলিয়ার হয়ে তারচেয়ে কম টেস্টে সাত হাজার ছুঁয়েছেন শুধু স্টিভেন স্মিথ (৭০) ও ম্যাথু হেইডেন (৮০)। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ৪১৬/১০ (১৪৬.২ ওভার; ওয়ার্নার ৪৩, লাবুশানে ১৪৩, স্মিথ ৪৩, হেড ৫৬, পেইন ৩৯ ; সাউদি ৪/৯৩, ওয়েগনার ৪/৯২) ও দ্বিতীয় ইনিংস- ২১৭/৯ ডিক্লেঃ (৬৯.১ ওভার; ওয়ার্নার ১৯, বার্নস ৫৩, লাবুশানে ৫০, স্মিথ ১৬, ওয়েড ১৭, হেড ৫, পেইন ০, কামিন্স ১৩, স্টার্ক ২৩; সাউদি ৫/৬৯, ডি গ্র্যান্ডহোম ১/৪৭, ওয়েগনার ৩/৫৯)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ১৬৬/১০ (৫৫.২ ওভার; রাভাল ১, লাথাম ০, উইলিয়ামসন ৩৪, টেইলর ৮০, নিকোলস ৭, ওয়েগনার ০, ওয়াটলিং ৮, ডি গ্র্যান্ডহোম ২৩, স্যান্টনার ২, সাউদি ৮, ফার্গুসন ০*; স্টার্ক ৫/৫২, হ্যাজলউড ১/০, কামিন্স ১/৪৬, লেয়ন ২/৪৮, লাবুশানে ১/৯) ও দ্বিতীয় ইনিংস- ১৭১/১০ (৬৫.৩ ওভার; উইলিয়ামসন ১৪, টেইলর ২২, নিকোলস ২১, ওয়াটলিং ৪০, গ্র্যান্ডহোম ৩৩; স্টার্ক ৪/৪৫, কামিন্স ২/৩১, লেয়ন ৪/৬৩)। ফল ॥ অস্ট্রেলিয়া ২৯৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ তিন টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
×